ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদার পাড়ায় পাঁচতলা ভবনের ওপরে এসে মনিরুজ্জামান নামে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার ঘটনায় এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত এলাকাবাসী। রোববার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যবসায়ী ও ছিনতাইকারীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় পুলিশি হেফাজত থেকে কেড়ে নিয়ে উত্তেজিত জনতা আবারও ছিনতাইকারীরকে গণপিটুনি দেয়। এ ঘটনায় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ৩ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত ১২টার দিকে শহরের হালদার পাড়ায় পাঁচতলা একটি ভবনে অস্ত্রসহ প্রবেশ করে বাবু মিয়া নামে এক ছিনতাইকারী। পরে ওই ভবনের বাসিন্দা ব্যবসায়ী মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে। এতে ব্যবসায়ী মনিরুজ্জামান গুরুতর আহত হন। এ সময় বাড়ির বাসিন্দারা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে ওই ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলে। পরে স্থানীয়রা ছিনতাইকারীকে সেখানে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।
পরে পুলিশ আহত ব্যবসায়ী মনিরুজ্জামান ও ছিনতাইকারী বাবু মিয়াকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় উত্তেজিত জনতা আবারও জড়ো হয়ে পুলিশের হেফাজত থেকে কেড়ে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে দ্বিতীয় দফায় মারপিট করে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফুজ্জামান জানান, আহত ব্যবসায়ীর অবস্থা সংকটাপন্ন। তার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ছিনতাইকারীর মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, আহত ছিনতাকারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। গণধোলাইয়ের ঘটনায় ৩ জনকে আটক হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়।