ব্রাহ্মণবাড়িয়া: চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের বিক্ষোভ চলাকালে আশিক (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক শহরের দাতিয়ারা এলাকার সাগর মিয়ার ছেলে। আহত অবস্থায় আশিককে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই চিকিৎসক তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আহত অবস্থায় আশিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান বিক্ষোভকারীরা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মো. আরিফুজ্জামান।
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন থেকেও পাওয়া যায়নি কোনো মন্তব্য।
এর আগে, চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের খবর ছড়িয়ে বিকেলে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীরা।
সেসময় হামলাকারীরা সরকারি-বেসরকারি অফিস, বঙ্গবন্ধু ম্যুরাল, স্বাধীনতার নানা স্থাপত্য, পুলিশ সুপারের কার্যালয়সহ পুড়িয়ে দেয় রেলস্টেশনও। রেললাইন উপড়ে আগুন দেওয়া হয়। ফলে বিকেল চারটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি সদস্য। একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো শহরে টহল দিচ্ছে পুলিশ-র্যাবের যৌথ বাহিনী।