আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) : দুপক্ষে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে, এতে ৩০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বড়তল্লা গ্রামের জিলাপিবাড়ির সঙ্গে একই গ্রামের সফরপাড়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়া লেগেই থাকত।
এনিয়ে গত ২৭ এপ্রিল বড়তল্লা গ্রামের চকবাজারে স্ট্যান্ডে রিকশা রাখাকে কেন্দ্র করে প্রথম দফা সংঘর্ষ হয়। এরই জের ধরে শনিবার সকালে বড়তল্লা গামের অন্তত চারটি মোড়ে সংঘর্ষ লেগে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়।
মারাত্মক আহতদের উদ্ধার করে আশুগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, সংঘর্ষে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।