খুশিতে আত্মহারা মাছ শিকারী ইউনুছ আলী। সারাদিনের ধৈয্য ধরে মাছ শিকার যেন বৃথা যায়নি। একটি মাছ শিকার, পেলেন ২ লাখ টাকা।
আর এটি হয়েছে শৌখিন মাছ শিকার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে এটি পান।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার দিরেশ দিঘিতে শুক্রবার বড়শি দিয়ে শৌখিন মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ শৌখিন প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল দুই লাখ টাকা। প্রতি আসনে বসতে শিকারীদের টিকিটের মূল্য ছিল ২২ হাজার টাকা। কালীকচ্ছ বন্ধু কল্যাণ মৎস্য প্রকল্প নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।
শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বক্স বলেন, আমরা প্রতি বছরের মতো এ বছরও মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করি। আগামী ১৫ অক্টোবর একই রকম আসর বসবে উপজেলার সরাইল সরকারি কলেজ দিঘিতে।