এমটিনিউজ২৪ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, দেশের কল্যাণে আত্মনির্ভরশীল নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। মহান স্বাধীনতার গৌরব গাথায় কেউ কালিমা লেপন করতে চাইলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যাপ্টেন তাজ বলেন, 'আওয়ামী লীগ জনগণের সরকার জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাচ্ছে এবং যাবে।
দেশে আইন শৃঙ্খলার উন্নতি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কারণেই বাংলার জনগণ আওয়ামী লীগকে বার বার চায়। '
'যেই সব মানুষ দেশের মানুষের ভবিষ্যৎ পরিকল্পনাকে ব্যাহত করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না' জানিয়ে তিনি বলেন, 'ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে তা মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে। '
তিনি আরো বলেন, 'বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে আর আগুন সন্ত্রাস ও বিদেশিদের ধারে ধারে ঘুরের ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। কী স্বপ্ন আর কী লালসা তাদের!'
ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী আতিকুর রহমানসহ আরো অনেকে।