ব্রাহ্মণবাড়িয়া : ফের ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটলো। এবার জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হবার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন, উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুস সালাম (৬৫) ও লাল মিয়া (৫৫)। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার কালীকাপুর গ্রামের লাল মিয়া ও সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল।
বৃহস্পতিবার রাতে উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় লালু মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী আবদুস সালামের লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে লাল মিয়ার গ্রুপ।
মামলা এবং কথাকাটাকাটির জের ধরে রবিবার সকালে আবদুস সালামের লোকজন লালমিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে লাল মিয়া গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মৃত্যু খবর পাওয়ার পর লাল মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় হামলায় আবদুস সালাম নিহত হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
৩১ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ