রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৬:০২:৪২

বিয়েবাড়ির গান নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

বিয়েবাড়ির গান নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া : বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩০ জন।  আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উপজেলার কালিকাপুর এলাকায় রোববার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত আবুল কালাম ও জালাল উদ্দিন গ্রুপের মধ্যে দু’দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিকাপুর এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে আব্দুস সালাম (৫৫) ও একই এলাকার মৃত দুধু মিয়ার ছেলে লাল মিয়া (৬০)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব গণমাধ্যমকে জানান, শনিবার রাতে কালিকাপুর এলাকায় একটি বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে আবুল কালাম ও জালাল উদ্দিনের বাড়ির শিশুরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।  এরই জের ধরে রোববার সকাল ৮টায় আবুল কালাম ও জালাল উদ্দিনের বাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

তিনি জানান, দু’গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুস সালাম ও লাল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।  এ সময় আহত হন কমপক্ষে ৩০ জন।  আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।  তাদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে