শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ০৯:৪১:৪৬

এবার ১১২ টাকায় ৮৬ জনের সরকারি চাকরি!

এবার ১১২ টাকায় ৮৬ জনের সরকারি চাকরি!

এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ রাসেল দিবসে সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১১২ টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনে চাকরি পেলেন ৮৬ জন কর্মচারী।

বুধবার (১৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসসমূহের জন্য ২০তম গ্রেডে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও বেয়ারার পদে ৮৬ জন কর্মচারী।

মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে সকলের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়। তৎপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ প্রশাসনের আওতাধীন অফিসসমূহে ৭টি পদে ৫২ জন এবং রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসমূহে ২টি পদে ৩৮ জন জনবল নিয়োগের লক্ষ্যে গত ২১শে জুন বিজ্ঞপ্তি জারি করা হয়। 

প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ২৫ জুন হতে ৩১ জুলাই পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। অতঃপর ১৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ৩ সেপ্টেম্বর হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধা ও কোটার ভিত্তিতে সাধারণ প্রশাসনের অধীন ৪টি পদে ৪৮ জন এবং রাজস্ব প্রশাসনের অধীন ২টি পদে ৩৮ জন মোট ৮৬ জন নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হন। গত ৫ অক্টোবর জারিকৃত নিয়োগ আদেশের প্রেক্ষিতে ৮৬ জন কর্মচারী বুধবার শেখ রাসেল দিবসে জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়ার নিকট যোগদান করেন।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১১২ টাকায় সরকারি চাকরিতে ৮৬ জন কর্মচারীর এ নিয়োগ টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন, মুজিববর্ষের অঙ্গীকার প্রতিপালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় তা অর্জনে বর্তমান সরকারের কর্মপ্রচেষ্টা ফুটিয়ে তোলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে