সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৬:১৪

আপনি পাকিস্তানে চলে যান : খালেদাকে আইনমন্ত্রী

আপনি পাকিস্তানে চলে যান : খালেদাকে আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, 'যে ৪৭টি স্যুটকেস নিয়ে দেশে এসেছিলেন সেগুলোসহ আরো ৪৭টি স্যুটকেস দিয়ে দেব। তবু আপনি পাকিস্তানে চলে যান। আপনি পাকিস্তানে যেতে চাইলে আমাদের আপত্তি নেই। তবে এ দেশে যদি থাকতে চান, তাহলে ভালো হয়ে যান। আমরা এ দেশে শান্তি চাই।'

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়াকে মানুষ হত্যাকারী ও উন্নয়নবিরোধী আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, অচিরেই তার বিচার হবে। বাংলাদেশের মানুষ তার বিচার নিশ্চিত করবে।

পৌর এলাকায় সড়ক-বাজারের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক মুক্তমঞ্চে উপজেলা শ্রমিক লীগ এ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া।

সমাবেশ শুরুর আগে আইনমন্ত্রী তার বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের নামে আখাউড়া পৌরসভা নির্মিত মুক্তমঞ্চ উদ্বোধন করেন।

বিকেল সাড়ে ৩টার দিকে কসবা থেকে আখাউড়া পৌঁছেন মন্ত্রী। মেয়র কাজলের রাধানগরের বাড়িতে দুপুরের খাবার সেরে সমাবেশস্থলে যান। কসবায় তিনি বিদ্যুৎ সংযোগ উদ্বোধন এবং বিনা মূল্যে গাছের চারা বিতরণের অনুষ্ঠানে যোগ দেন।

সমাবেশের প্রধান অতিথি অ্যাডভোকেট আনিসুল হক বলেন, 'আমরা রক্ত দিয়ে বাংলাদেশ এনেছি। রক্ত দিয়েই এ দেশ গড়ব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন। নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আগে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। এখন আর সেই অবস্থা নেই।'

শ্রমিকদের উদ্দেশে আনিসুল হক বলেন, 'আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন ছিল এক হাজার ৮০০ টাকা। বর্তমান সরকার এটাকে পাঁচ হাজার ৩০০ টাকায় উন্নীত করেছে। এখন নারী শ্রমিক মাতৃত্বকালীন ছুটি ও ভাতা পায়। মালিকরা যেন শ্রমিকদের নির্যাতন করতে না পারে, সে জন্য আইন করা হয়েছে। শ্রমিকদের কল্যাণের জন্য ফান্ড করা হয়েছে।'

সমাবেশে খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী আরো বলেন, 'আপনি চেয়েছিলেন এ দেশ পাকিস্তান থাকুক। এখনো তা-ই চান। আন্দোলনের নামে চার মাসে ৯২ জনকে হত্যা করেছেন। ২০০ মানুষকে আহত করেছেন। আন্দোলনের নামে আপনি কী চান তা নিজেও জানেন না।' -কালেরকণ্ঠ
২ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি-

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে