শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ০৬:০৩:০২

ডাকাতকে কাঁধে নিয়েই ছুটলেন পুলিশ, ছবি মুহূর্তেই ভাইরাল

ডাকাতকে কাঁধে নিয়েই ছুটলেন পুলিশ, ছবি মুহূর্তেই ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়া : গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরে কাঁধে নিয়েই ছুটলেন এক পুলিশ সদস্য। আর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

জানা যায়, জমিতে সেচের পাম্পে কাজ করছিল গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। পানি পানের ছুতোয় ছদ্মবেশে পুলিশ সেখানে যায়। আসামিকে ধরার পরই অন্যরা পালিয়ে যায়। এক পুলিশ সদস্যকে কামড়ায় আসামি। কোনোভাবেই আসতে চাচ্ছিল না আসামি। একপর্যায়ে কাঁধে করে তাকে তুলে আনা হয়।

এমন সাহসিকতা দেখিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের। শুক্রবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার হরিপুরের একটি জমি থেকে জীবন নামে এক ডাকাতকে এভাবেই ধরে আনে পুলিশ। 

জীবন ওই এলাকার হোসন আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা আছে। সম্প্রতি সে মাধবপুর-হরিপুর সড়কে ডাকাতি শুরু করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত জীবনকে গ্রেফতারের জন্য নাসিরনগর থানা পুলিশের একটি দল ছুটে যায় হরিপুরে। সেখানে গিয়ে দেখেন জীবন তার সঙ্গীদের দিয়ে একটি জমিতে বসে ই. য়া. বা সে. ব. ন করছিলো। 

তখন পুলিশ সদস্যরা সেখানে সাদা পোশাকে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের পক্ষে গিয়ে জীবন ও তার সঙ্গীদের কাছে পানি চাওয়া হয়। অবস্থা বুঝে তখন জীবনকে আটক করেন পুলিশ সদস্যরা। পরানো হয় হাতকড়া। 

পুলিশ কনস্টেবল রানার হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে একপর্যায়ে হাতকড়া নিয়েই দৌঁড়ে পালায় জীবন। পুলিশ সদস্য ছুটে গিয়ে আবার তাকে আটক করে। এরপরও তাকে আনা যাচ্ছিলো না। 

একপর্যায়ে এএসআই মো. কামরুল তাকে কাঁধে তুলে নেন। কিছু দূর আনার পর তাকে সিএনজি চালিত অটোরিকশায় করে কড়া পুলিশ পাহারায় থানায় নিয়ে আসা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সোহাগ রানা জানান, জীবন ডাকাত খুবই ধূর্ত প্রকৃতির। তাকে গ্রেফতার করা যাচ্ছিলো না। গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। গতকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা  হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে