বিজয়নগরে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
বিজয়নগর থেকে মো: শামছুল ইসলাম লিটনঃ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে উপজেলার চম্পকনগর ফাঁড়ির এসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানী গ্রামের পাঠান বাড়িতে অভিযান চালায়।
এসময় ১৬পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মোঃ রুবেল মিয়া (৩০) কে গ্রেফতার করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মৃত আহমদ হোসেনের পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
২৯ জুন,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস