এস.এম.বদিউল আশরাফ, নাসিরনগর, (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণার পাশাপাশি দলের মনোনয়ন লাভে নেতাদের বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন। তাদের বিশ্বাস দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ সহজ হবে। তবে বিএনপিসহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীদের কোনো তৎপরতা চোখে পড়ছে না। তারা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনের মাঠে নামতে চান।
মঙ্গলবার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথম দিনে উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের ৫০ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দলীয় মনোনয়ন ফরম বিক্রয়কালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল,সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছিরউদ্দিন রানাসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, চাতলপাড় ইউনিয়নে ৮টি, ভলাকুট ইউনিয়নে ২টি ,গোয়ালনগর ইউনিয়নে ১টি, কুন্ডা ইউনিয়নে ২টি, নাসিরনগর সদর ইউনিয়নে ৩টি, বুড়িশ্বর ইউনিয়নের ৪টি,গোর্কণ ইউনিয়নে ৭টি,পূর্বভাগ ইউনিয়নে ৮টি, হরিপুর ইউনিয়নে ৩টি,গুনিয়াউক ইউনিয়নে ৩টি,চাপরতলা ইউনিয়নে ৬টি,ফান্দাউক ইউনিয়নে ২টি ও ধরমন্ডল ইউনিয়নে ১টি দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এ কার্যক্রম আজ থেকে দুই দিন অব্যাহত থাকবে ও আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে বলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার জানিয়েছেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস