মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:১৮:৪৮

জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালিমা লেপন’!

জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালিমা লেপন’!

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ কে বা কারা কালি দিয়ে ঢেকে দিয়েছে। সোমবার রাত থেকে ভোর নাগাদ কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়।

একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, দুদিন আগে হয়ে যাওয়া একটি অনুষ্ঠানকে ঘিরে চিনাইরে বিরোধ চলছিল। এ নিয়ে সেখানে উত্তেজনা চলছে। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এর ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে