ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আওয়ামী লীগের তুখোড় প্রার্থীকে হারালেন এক নারী প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌসুমী আক্তার আওয়ামী লীগের প্রার্থী শামীম রেজাকে হারিয়েছেন। তাকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শামীম রেজা।
বৃহস্পতিবার রাতে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদরুদ্দোজা চৌধুরী বেসরকারিভাবে সাংবাদিকদের নবীনগরের ১১টি ইউনিয়নের মধ্যে ১০টির ফলাফল জানান।
এর মধ্যে বাকি নয়টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।
তারা হলেন লাউর-ফতেহপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. ফারুক আহমেদ, সাতমোড়া ইউনিয়নে আওয়ামী লীগের মাসুদ রানা, রসুল্লাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের আলী আকবর, ইব্রাহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু মুছা।
কাইতলা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মো. শওকত আলী, বিদ্যাকুট ইউনিয়নে আওয়ামী লীগের মো. এনামুল হক, বিটঘর ইউনিয়নে আওয়ামী লীগের আবুল হোসেন, শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের আজহার হোসেন সরকার জামাল ও নাটঘর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল কাশেম জয়ী হয়েছেন।
এদিকে বীরগাঁও ইউনিয়নের চর কেদেরখলা কেন্দ্রটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কবির আহমেদের সমর্থকরা প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্র থেকে ফালাফল ঘোষণা করতে দেয়নি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জহির রায়হান অভিযোগ করেন বলেন, আমার ফলাফলকে বানচাল করতে প্রিজাইডিং অফিসার কেন্দ্রতে ফলাফল না দিয়ে উপজেলায় নিয়ে গেছে।
আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর চাপে ওই কেন্দ্রে ভোট গণনা না করে উপজেলায় আনা হয়েছে বলে জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। ওই কেন্দ্রের ভোট গণনা শেষ হলেই বীরগাঁও ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হবে।
৩১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম