সোমবার, ২৭ জুন, ২০১৬, ০৪:০৮:৪০

একসঙ্গে একই গ্রামের ৩ নেতা নিহত

 একসঙ্গে একই গ্রামের ৩ নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া : ট্রাকচাপায় একসঙ্গে পরিবহন মালিক সমিতির ৩ নেতা নিহত হয়েছেন।  তারা  ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংক-লরি সমিতির নেতা ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংক-লরি সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সাধারণ সম্পাদক আলী আজম (৪৫) ও দফতর সম্পাদক শাহজাহান মিয়া (৫০)।  তাদের তিনজনের বাড়ি সদর উপজেলার ঘাটুরা গ্রামে।

এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।  এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে জেলা ট্যাংক-লরি সমিতির ওই তিন নেতা ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ যাচ্ছিলেন।

পথে বেড়তলা এলাকায় ঢাকামুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।  পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
২৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে