ব্রাহ্মণবাড়িয়া : সৌদি আরবের মক্কার মিনায় বৃহস্পতিবার স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদদলিত হয়ে মার যান ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের দক্ষিনপাড়ার গোলাম মোস্তফা খালেক (৫৫)।
রেলওয়ের টেলিকম বিভাগের কর্মচারী চাকরি জীবন থেকে অবসরে আসার প্রায় ১৩ মাস পর স্ত্রী রওশন আরা মৃধাকে (৪৫) নিয়ে হজ পালন করতে যান তিনি। বনানীর সাকের ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে গত ২১ আগষ্ট তারা হজ পালনে যান।
গোলাম মোস্তফার ছেলে ইয়াছিন জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে মোয়াল্লেম সাইফুল ইসলামের মাধ্যমে তার পিতা মারা যান বলে খবর পেয়েছেন। আম্মাকে বাঁচাতে গিয়েই মারা যান আব্বা। আব্বা পড়ে যাওয়ার পর আম্মা আব্বাকে জড়িয়ে ধরেছিলেন। তখন তিনি পায়ে ব্যথা পান।
গোলাম মোস্তফার পরিবার ঢাকার আশকোনায় বসবাস করেন। গ্রামে তাদের আত্মীয়-স্বজনরা রয়েছেন। ইয়াছিনের মায়ের সঙ্গে তাদের কথা হয়েছে। খবর পাওয়ার পর পরিবারের সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েন।
খবর পেয়ে আত্মীয়-স্বজনরা সান্ত্বনা দিচ্ছেন। ঢাকার বাসায় দোয়া, কোরআন খতম আদায় করা হচ্ছে। তার মৃত্যুতে গ্রামের বাড়িতেও শোকের ছায়া নেমে এসেছে। মৃত গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর