সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ১২:০১:১২

মহিলা লীগ নেত্রী যৌতুক মামলার আসামি

মহিলা লীগ নেত্রী যৌতুক মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া : পুত্রবধূকে নির্যাতনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রোকেয়া বেগম ও তার ছেলে আরাফাত আলম ভূঁইয়া ওরফে রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে আরাফাত আলম ভূঁইয়া ওরফে রাজীবের স্ত্রী মোছাম্মৎ শারমীন সুলতানা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে সরাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় স্বামী রাজীব ও শাশুড়ি রোকেয়া বেগমকে আসামি করা হয়।

মামলায় বলা হয়, ২০১২ সালের ১৪ জানুয়ারি ৬ লাখ টাকা দেনমোহরে শারমীনের সঙ্গে রাজীবের বিয়ে হয়।  বিয়ের সময় যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল এবং ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বেশকিছু আসবাবপত্র দেয়া হয়।

পরে মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার বিক্রি করে বিদেশে পাড়ি জমায় রাজীব।  এরপর রাজীবের মা রোকেয়া বেগম বিভিন্ন সময় শারমীনের কাছে যৌতুকের টাকা দাবি করেন।

এর জন্য শারমীনকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এ অবস্থায় গত ৫ জুলাই রাজীব বিদেশ থেকে বাড়িতে আসে।  গত বৃহস্পতিবার তিন লাখ টাকা দাবি করে না পেয়ে রাজীব তাকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।  

এদিকে রোববার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে গ্রেফতারকৃত মা-ছেলের জামিনের আবেদন করা হয়।

আদালত রোকেয়াকে জামিন দেন।  তার ছেলেকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
১৭ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে