রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৩:২৬:৪৪

নতুন রেলপথ নির্মাণের ঘোষণা দিলেন মন্ত্রী

নতুন রেলপথ নির্মাণের ঘোষণা দিলেন মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হবে। রবিবার দুপুর ১২ টার দিকে আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধনের জন্য ভারতের আগরতলায় যাওয়ার পথে তিনি এসব কথা বলেন।

আগরতলা রেলওয়ে স্টেশনে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুকে নিয়ে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ প্রকল্পের উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী বলেন, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে রেললাইন যশোর যাবে। তাছাড়া দোহাজারী কক্সবাজারেও নতুন রেলপথ নির্মাণ এবং যমুনা নদীর ওপর পেরালাল সেতু নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, ভারতীয় অনুদান এবং বাংলাদেশের জিওবি ফান্ড থেকে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ হবে। ইতিমধ্যে বাংলাদেশ অংশে জমি অধিগ্রহণ এবং মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। এই রেলপথ নির্মাণ হলে দুদেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটবে।

নোম্যান্সল্যান্ডে রেলমন্ত্রীকে স্বাগত জানান ত্রিপুরার পর্যটনমন্ত্রী শ্রী রতন ভৌমিক, আগরতলা পৌর সভার মেয়র ড. প্রফুল্লা জিৎ সিংহা, পশ্চিম জেলার ডিএম ডা. মিলিন রাম টেকে এবং পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তসী। মন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের ডিজি এবং সচিবসহ রেল মন্ত্রণালয়ের একটি দল আগরতলায় গেছেন।
৩১ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে