ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৯ জনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ ছাত্রকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৯ জন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ১ জন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ১ জন, শ্যামলী পলিটেকনিকেল ইনস্টিটিউটের ১ জন, নর্দান ইউনিভার্সিটির ১ জন, উত্তরা ইউনিভার্সিটির ১ জন, ব্রাহ্মণাবড়িয়া সরকারি কলেজের ১ জন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলী বলেন, ভারতের ত্রিপুরা সীমন্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার কাশিনগর নামকস্থান থেকে অভিযান চালিয়ে ১৫ শিক্ষার্থীকে আটক করা হয়।
এ সময় তারা সেখানে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলেন।
তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঢাকা থেকে ট্রেনে চড়ে বিয়ার পান করতে বিজয়নগরে এসেছেন বলে জানিয়েছেন।
তবে আটক শিক্ষার্থীরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত কি-না বিষয়টি তদন্তের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান শাহ আলী।
৪ আগস্ট,২০১৬/এমটনিউিজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম