শুক্রবার, ১২ জুন, ২০২০, ০৬:৫৩:৪৫

করোনা পজিটিভ রোগী নিজেই তার ওষুধের দোকান খু'লে ব্যবসা করছেন!

করোনা পজিটিভ রোগী নিজেই তার ওষুধের দোকান খু'লে ব্যবসা করছেন!

নিউজ ডেস্ক : তিনি নিজেই করোনাভাইরাস (কভিড-১৯) রোগী। আর এ অবস্থায় যেখান তার সা'বধা'নে বাড়িতে আইসোলেশনে থাকার কথা, সেখানে তিনি জ'নস'ম্মু'খে গিয়ে করোনার ওষুধ বিক্রি করছিলেন। এমন ঘ'টনাই ধ'রা প'ড়েছে চাঁদপুরে ভ্রা'ম্যমা'ণ আদা'লতের অভি'যানে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে অভি'যান পরিচা'লনার সময় দেখা যায় এমন দৃ'শ্য। করোনা পজিটিভ রোগী নিজেই তার ওষুধের দোকান খু'লে ব্যবসা করছিলেন।

গতকাল দিনভর একদল স্বে'চ্ছাসে'ব'ক নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শহরের বিভিন্ন এলাকায় ঘু'রে ঘু'রে অভি'যান চা'লিয়েছেন। এর আগে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান শহরের প্রধান কয়েকটি সড়কে অভি'যানে না'মেন। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিকশা চালকদের মুখে মাস্ক না থাকায় তাদের স'ত'র্ক করে দেন তিনি।

অভি'যান পরিচালনার সময় দেখা যায় যে একজন করোনা পজিটিভ রোগী নিজেই তার ওষুধের দোকান খু'লে ব্যবসা করছেন। পরে ভ্রা'ম্য'মাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ওই রোগীকে ৫ হাজার টাকা জ'রি'মা'না এবং তাকে স'ত'র্ক করে দিয়ে ওষুধের দোকানটি লকডাউন ঘো'ষণা করেন। এছাড়া চাঁদপুর শহরে করোনায় আ'ক্রা'ন্ত রো'গীর বাড়ি চি'হ্নি'ত করে লকডাউন শুরু করেছে জেলা প্রশা'সন। উল্লেখ্য, চাঁদপুরে করোনা পজিটিভ এ পর্যন্ত ২৫ জন এবং করোনা উ'পস'র্গ নিয়ে আরো ৪৫ জন মা'রা গেছেন।-বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে