ঢাকা : সাভারে যুবলীগ নেতা সেলিম মণ্ডলের বাসায় হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে যুবলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে ও ফরিদুল নামের একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডল জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ ১৫-২০টি মোটরসাইকেলে করে
প্রায় ৩০-৩৫ জন লোক বাড়ির ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
এসময় সেলিম মণ্ডলের পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ফরিদুল নামের এক সন্ত্রাসীকে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সাভার থানা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডল বলেন, শুক্রবার দুপুরের দিকে তিনি জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় হঠাৎ বিরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের সমর্থনে প্রায় ৩০-৩৫ জন লোক তার বাড়িতে হামলা চালায়। পরে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম