শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৯:১৩:৩৫

স্বামীর শাবলে প্রাণ গেল স্ত্রীর

স্বামীর শাবলে প্রাণ গেল স্ত্রীর

ঢাকা : স্বামীর শাবলের আঘাতে প্রাণ গেল স্ত্রীর।  পৃথক ঘটনায় আরেক নারীকে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

 
নিহত দুই নারীর নাম আসমা বেগম (৩৩) ও পারভীন আক্তার (৩২)।
 
শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আলুকান্দা এলাকার বাড়ি থেকে আসমার লাশ উদ্ধার করা হয়।  
 
এদিকে আগানগর ইউনিয়নের খালপাড় এলাকা থেকে পোশাক শ্রমিক পারভীন আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এক যুবকের ছুরিকাঘাতে খুন হন তিনি।
 
ময়নাতদন্তের জন্য লাশ দুটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, শাবলের আঘাতে পারভীনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় পারভীনের স্বামী কামিজউদ্দিনকে আটক করা হয়েছে।
 
এদিকে ওঁৎ পেতে থাকা গুপ্তঘাতকের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হয়েছেন পোশাক শ্রমিক আসমা বেগম।  খুনিকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে বলে জানান তিনি।
 
নিহত পারভীনের বাবা শুক্কর আলী বলেন, প্রায় ১৭ বছর আগে পারভীনের বিয়ে হয়। ওদের ঘরে পারভেজ (১৫), কামরুন নাহার পাপিয়া (১৩) ও ফরহাদ (৮) নামে তিন সন্তান রয়েছে।  গত কয়েক বছর ধরে ওদের সংসারে সুখ ছিল না।  ঝগড়াঝাটি লেগেই থাকতো।
 
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।  এ সময় উত্তেজিত কামিজ উদ্দিন ঘরে থাকা শাবল দিয়ে পারভীনের পেটে আঘাত করে।  এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে এলাকাবাসী কামিজ উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
 
এদিকে নিহত পোশাক শ্রমিক আসমার সহকর্মী নূরজাহান বলেন, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে দুজন একসঙ্গে বাসায় ফিরছিলাম।  রাত দেড়টার দিকে খালপাড় এলাকায় পৌঁছলে রাস্তার পাশে এক যুবককে বসে থাকতে দেখি।  

 তিনি বলেন, তাকে পাশ কাটিয়ে চলে আসার পর পেছন থেকে হঠাৎ ওই লোকটি আসমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আসমাকে মৃত ঘোষণা করে।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে