সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১০:৫৬:০৪

জবির প্রধান ফটকের একাংশ উধাও

জবির প্রধান ফটকের একাংশ উধাও

নিউজ ডেস্ক : আবাসিক হলের জন্য শিক্ষর্থীদের টানা আন্দোলনের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের একাংশ সরিয়ে নেওয়া হয়েছে। পুরনো কেন্দ্রীয় কারাগারের জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং নতুন হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি মাসের শুরু থেকে আন্দোলন করে আসছেন।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের সঙ্গে এক হয়ে আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একাংশ সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে এ চিত্র দেখতে পান প্রতিবেদক। তবে কে বা কারা প্রধান ফটক উধাও করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

মনির নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, রোববার গভীর রাতে প্রধান ফটকের একাংশ বা কারা কেটে নিয়ে গেছে। রোববার রাতে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেছিলেন, আন্দোলনের নামে নৈরাজ্য মেনে নেওয়া  হবে।

এদিকে হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি দিয়েছেন। কর্মসূচিকে সামনে রেখে পুরান ঢাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে