নিউজ ডেস্ক : রাজধানীতে এসি বিস্ফোরিত হয়ে এক নারী ও তার নাতি দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে ওয়ারী ২২নং টিপু সুলতার রোডের একটি বাড়ির তৃতীয় তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন পারুল আক্তার (৬৫) ও তার নাতি ফাহিম শিকতার (১৪)। ফাহিম ধানমন্ডির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
পারুল আক্তারের ছেলে ফারুক হোসেন জানান, সকালে এসি ছাড়তে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নেওয়া হয়।
ঢামেক বার্ন ইউনিট সূত্র জানিয়েছে বিস্ফোরণে শিশু ফাহিমের শরীরের ৯৫ শতাংশ ও পারুল আক্তার ৩৭ শতাংশ দগ্ধ হয়েছেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
২৭ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম