রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ০৯:৫৮:২০

এখনও আতঙ্ক কাটেনি সেই গার্মেন্টসে, অপেক্ষমান ৬ হাজার শ্রমিক

এখনও আতঙ্ক কাটেনি সেই গার্মেন্টসে, অপেক্ষমান ৬ হাজার শ্রমিক

সাভার : ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় গতকাল দুপুরে ‘ভূত আতঙ্কে’ অসুস্থ হয়ে পড়েন শতাধিক নারী শ্রমিক। এ ঘটনার পরদিন আজ রবিবারও সেখানে একই আতঙ্ক কাজ করছে। ভয়ে কারখানর সামনে অপেক্ষা করছেন প্রায় ৬ হাজার শ্রমিক। এছাড়া দুর্ঘটনা এড়াতে কারাখানাটি তালাবদ্ধ রেখেছে মালিকপক্ষ।

জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ডেকো ডিজাইন লিমিটেড কারখানায় হঠাৎ করে ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় শতাধিক শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। শ্রমিকরা জানান, গার্মেন্টসটিতে কাজ করেন প্রায় ছয় হাজার শ্রমিক। দুপুরে কয়েকজন নারী শ্রমিক বাথরুমে গিয়ে ভূত দেখেছেন বলে দাবি করেন। পরে আরও কয়েকজন ব্যাপারটি  দেখতে ওই বাথরুমে গিয়ে চিৎকার করে ফিরে এসে সংজ্ঞা হারান। এ খবরে পুরো কারখানায় ‘ভূত আতঙ্ক’ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী এক শ্রমিক রুস্তম আলী জানান, এ সময় ছয়তলা ওই গার্মেন্টসটির প্রতিটি ফ্লোরে ‘ভূত আতঙ্কে’ শতাধিক নারী শ্রমিক সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ ছাড়া তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন অনেকেই। এ সময় কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

কারখানার উৎপাদন কর্মকর্তা (প্রোডাকশন ম্যানেজার) খলিলুর রহমান বলেন, দুপুরের পর ভূতের গুজবে হঠাৎই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আসলে কী বা কারা এই গুজব ছড়িয়েছে- তদন্ত করে দেখছি। নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সবুজ বলেন, দুপুরের পর অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা হয়। অসুস্থ এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কর্তৃপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে