নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কের চেকপোস্টে ককটেল বিস্ফোরণে এক পুলিশসহ দু’জন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর সংলগ্ন মহাসড়কের পাশে চেকপোস্টে ককটেরটি ফাটানো হয় বলে বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. ইয়াসিন এ তথ্য জানান।
এতে সেখানে দায়িত্বরত একজন ট্রাফিক কনস্টেবল ও এক পথশিশু আহত হয়। তবে তাদের জখম তেমন গুরুতর নয় বলে জানান মো. ইয়াসিন।
রত্যক্ষদর্শীরা জানান, একটি চলন্ত সিএনজি অটোরিকশা থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেলটি ছুঁড়ে মারা হয়। ককটেলটি গোলচত্বরে কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবলের গায়ে লেগে বিস্ফোরিত হয়। এ সময় পাশে থাকা আরেকজন পথচারীও আহত হয়। আহতদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়াসিন জানান, চলন্ত অটোরিকশা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। ঘটনার পর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান চন্দ্র ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি