শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৫:০৭

মিরপুরে যেভাবে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালিত হয়

মিরপুরে যেভাবে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালিত হয়

ঢাকা : জঙ্গিবিরোধী অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে পুলিশ। দিবারাত্রি জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার চেষ্টা করছে পুলিশ। এখানে যে সংবাদ পাচ্ছি, সে সংবাদের উপর ভিত্তি করে অভিযান পরিচালিত হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের অতিরিক্তি আইজিপি মুখলেসুর রহমান অভিযান নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন।
 
রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুরাদ নামে জেএমবির শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছেন। এসময় রূপনগর থানার ওসি শহীদ আলমসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
অতিরিক্তি আইজিপি বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এখানে একটি জঙ্গি অভিযান পরিচালিত হয়েছে। সুনির্দিষ্ট পুলিশ ইন্টিলিজেন্সের উপর নির্ভর করে রূপনগর থানা পুলিশ এ অপারেশনটি পরিচালনা করে।  

তিনি আরো বলেন, এখানে যে বাড়িতে এসেছিল, সে বাড়িতে সে এসেছিল বলে জানতে পেরে পুলিশ এসেছিল। পরে সে ঘর থেকে বের হয়ে আসার চেষ্টা করে। এসময় তার হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে সে পুলিশের ওপর আক্রমণ শুরু করে। এ অবস্থায় আমাদের পুলিশও পাল্টা আক্রমণ চালায়। সেই কাউন্টারে সে নিহত হয়।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হামলার পরদিনই মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।

তবে সেদিন তাকে বাড়িতে যাওয়া যায়নি।  তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে যান।  কিন্তু আজ শুক্রবার তিনি আবার ওই বাড়িতে আসলে অভিযান চালানো হয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ছানোয়ার হোসেন জানান, পাইকপাড়ার অভিযানের পরদিনই রূপনগরে অভিযান চালানো হয়।  কিন্তু মেজর মুরাদ আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ বাড়িওয়ালাকে বলে আসে, মুরাদ আবার আসলে তিনি যেন পুলিশকে জানান।

শুক্রবার মুরাদ ঘরের মালপত্র নিতে আসেন।  এ সময় বাড়িওয়ালা স্থানীয় পুলিশকে খবর দেন। পরে পুলিশ আসলে মুরাদ তাদের লক্ষ্য করে হামলা চালায়।  এতে পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশের অভিযানে মেজর মুরাদ নিহত হন।

ছানোয়ার হোসেন জানান, মেজর মুরাদ ছিলেন গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরীর সেকেন্ড-ইন কমান্ড।  এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে