শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০১:১৮:৫০

মিরপুরে নিহত জেএমবি কমান্ডারের একাধিক নাম!

মিরপুরে নিহত জেএমবি কমান্ডারের একাধিক নাম!

ঢাকা : মিরপুরের রুপনগরে পুলিশের গুলিতে নিহত জেএমবির সামরিক কমান্ডার বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করেছিল বলে জানিয়েছে পুলিশ।
 
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশের অতিরিক্তি আইজিপি মুখলেসুর রহমান অভিযান নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন।
 
তিনি জানান, তার পরিচয়টা সুনির্দিষ্টভাবে আরও পরে বলতে পারব। তবে তার অপারেশনাল নাম বা সাংগঠনিক যে নাম সেটা আমরা জানতে পেরেছি। কখনও সে জাহাঙ্গীর, কখনও সে মুরাদ, কখনও ওমর ব্যবহার করেছে।
 
অতিরিক্তি আইজিপি মোখলেসুর রহমান বলেন, এরা (নিহত জেএমবি কমান্ডার) নব্য জেএমবির সদস্য, সেভাবেই তাকে চিনি জানি। তিনি সাবেক সরকারি কর্মকর্তা কিনা সেটা যাচাই বাছাই করে বলতে হবে।
 
এক প্রশ্নের জবাবে পুলিশের অতিরিক্তি আইজি বলেন, বাড়ির মালিক আমাদের সহযোগিতা করেছে বলে জানতে পেরেছি। নিহতের কাছে একটি পিস্তল ও একটি ছুরি পাওয়া গেছে বলে জানান তিনি।

রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুরাদ নামে জেএমবির শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছেন। এসময় রূপনগর থানার ওসি শহীদ আলমসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
অতিরিক্তি আইজিপি বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এখানে একটি জঙ্গি অভিযান পরিচালিত হয়েছে। সুনির্দিষ্ট পুলিশ ইন্টিলিজেন্সের উপর নির্ভর করে রূপনগর থানা পুলিশ এ অপারেশনটি পরিচালনা করে।

৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে