মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫৪:০৬

ঘটনা ফাঁস করায় কাজের মেয়েকে গরম খুন্তির ছ্যাঁকা দিল ছাত্রী

ঘটনা ফাঁস করায় কাজের মেয়েকে গরম খুন্তির ছ্যাঁকা দিল ছাত্রী

ঢাকা : ঘটনা ফাঁস করায় গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী।  ঘটনাটি ঢাকার ধামরাইয়ের।  কাজের মেয়েকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শরীর দগ্ধ করে দিয়েছে।

কাজের মেয়ের অপরাধ মেয়েটি ধূমপান করে- এ কথা বলে দেয় মেয়ের বাবা-মা’র কাছে।  আজ মঙ্গলবার ধামরাই পৌরসভার গোপনগর মহল্লার আক্কাস আলীর বাসা থেকে ওই কাজের মেয়েকে উদ্ধার করে পুলিশ।  এ সময় নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকেও আটক করে থানায় আনা হয়।
 
পুলিশ ও গৃহকর্মী জানান, ধামরাই বাজারের গোপনগর মহল্লার আলহাজ আলী আক্কাসের মালিকানাধীন ‘মাতৃছায়া’ নামের তিন তলা ভবনের দ্বিতীয় তলায় গত মাসে ভাড়া নেয় গোলাম কাদের ও নাজমা বেগম নামের এক দম্পতি।

গোলাম কাদের ঢাকায় একটি ওষুধ কম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত।  নাজমা বেগম দি একমি ল্যাবরেটরিজ ওষুধ কারখানায় চাকরি করেন।

তাদের ঘরে তিন বছরের এক ছেলে ও নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে রয়েছে।  তাদের দুই সন্তান ও কাজের মেয়ে শাহনাজকে (১৪) ভাড়া বাসায় রেখে তারা চলে যান কর্মস্থলে।

এ সুযোগে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি প্রতিদিন সিগারেট পান করে।  সিগারেট পান করার কথা মেয়েটির বাবা-মা’র কাছে বলে দেয় শাহনাজ।  এ অপরাধে গত রোববার শাহনাজের দুই হাতে গরম খুন্তির ছ্যাঁকা দেয় তাদের মেয়ে।  

এ অবস্থায় ওই দম্পতি তালাবদ্ধ করে তাদের বাসায় রেখে প্রতিদিনের মতো আজ মঙ্গলবার কর্মস্থলে চলে যায়। আজও ওই দম্পতির মেয়ে শাহনাজকে মারধর করতে থাকলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে।

এতে আশপাশের লোক ও পথচারীরা থানা পুলিশকে খবর দেয়।  পরে পুলিশ গিয়ে শাহনাজকে উদ্ধার ও নির্যাতনকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

শাহনাজ জানায়, সাত মাস আগে তার ভাইয়ের মাধ্যমে গোলাম কাদেরের বাসায় কাজের মেয়ে হিসেবে আসে।  শাহনাজ তার বাবাকে চিনে না, তবে বাবার নাম বলেছে মৃত জয়নাল আবেদীন।

মায়ের নাম মমতাজ বেগম।  বড় ভাইয়ের নাম আলতাফ হোসেন।  সে শুধু গ্রামের বাড়ি নোয়াখালীর ইমান আলী মার্কেটের নাম বলতে পারে।  এর আগেও তাকে তিনদিন মেরেছে বলে জানায় শাহনাজ।

গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা ও ধূমপানের কথা থানায় বসে অকপটে স্বীকার করে নবম শ্রেণির সেই ছাত্রী।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, শাহনাজের অভিভাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে