নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকার পথে গরুর ট্রাক ও ঘরমুখো গাড়ির চাপের কারণে শনিবার সকাল ৭টা থেকে মির্জাপুরের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কের দুই পাশের রাস্তায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও ব্যাপক আকার ধারণ করছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানান, কোরবানির ঈদের কারণে উত্তরবঙ্গ থেকে গরুভর্তি ট্রাকগুলো ঢাকায় আসছে। এছাড়া ঘরমুখো বিভিন্ন যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এতে মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার ওই রুটে ৪০ কিলোমিটার ও শুক্রবার ছুটির দিনও ওই রুটে ব্যাপক যানজট দেখা যায়। যানজটের কারণে ওই মহাসড়কে কয়েক হাজার গাড়ি চলছে ধীর গতিতে। তীব্র এ যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মির্জাপুর উপজেলায় যানজটে আটকা যাত্রী আহসালুল হক বলেন, বাসে মির্জাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে খুব সকালে রওনা হয়েছি। তিনঘণ্টা যানজটে একই এলাকায় আটকা। তবে গাড়ি থেকে থেমে চললেও বেশিদূর যেতে পারছে না। কখন ঢাকায় তিনি কখন ঢাকায় পৌঁছবেন এ নিয়ে চিন্তায় আছেন।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম