নিউজ ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিপ্লব মণ্ডল (১৯) নামে এক রোগী ওয়ার্ড বয়ের (বহিরাগত) দেওয়া ইনজেকশনে মারা যাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
শনিবার হাসপাতালের উপপরিচালক ডা. খাজা আব্দুল গফুরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন হাসপাতালের এডি ডা. মো. মোজাম্মেল হক ও আরএস ডা. মাহাবুবা আক্তার।
ডা. খাজা আব্দুল গফুর বলেন, ‘আমরা তদন্ত করবো। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, শুক্রবার বিকালে ঢামেক হাসপাতালে ওয়ার্ড বয় সুমনের (বহিরাগত) দেওয়া ইনজেকশনে বিপ্লব মণ্ডল (১৯) নামে এক রোগী মারা যান বলে অভিযোগ করেছেন স্বজনরা। ওই ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম