সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১২:১৭

টয়লেটের ময়লার ঝুড়ি থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার, দাম দেড় কোটি টাকা

টয়লেটের ময়লার ঝুড়ি থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার, দাম দেড় কোটি টাকা

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা, যার পরিমান ৩ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

ইমিগ্রেশন সংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সোমবার ভোরে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ফুটেজ দেখে যাত্রী ও বিমানবন্দরের সম্ভাব্য সহযোগী শনাক্তের কাজ চলছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানান।

ধারণা করা হচ্ছে, ভোরের দিকে শুল্ক গোয়েন্দাদের সক্রিয় উপস্থিতি টের পেয়ে যাত্রী হয়তো সোনা ইমিগ্রেশনের টয়লেটের ঝুড়িতে ফেলে সটকে পড়ে।

শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি করার এক পর্যায়ে ৬টায় ইমিগ্রেশনের টয়লেটের ময়লার ঝুড়িতে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

এসময় বিজি কুয়ালালামপুর, দোহা থেকে কাতার ফ্লাইট ও কুয়েত থেকে কুয়েত ফ্লাইট প্রায় একসঙ্গে অবতরন করে।

স্বর্ণ ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখাছিল। এর ভেতর ৫টি প্যাকেটে ১০টি বার কালো স্কচ টেপে রাখা ছিল।

এখন ভিডিও ফুটেজ দেখে যাত্রী ও সম্ভাব্য সহযোগী হিসেবে বিমানবন্দরে সার্ভিস স্টাফকে শনাক্তের চেষ্টা চলছে। আটক স্বর্ণ শুল্ক আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ব্যংকে জমা দেওয়া হবে।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে