মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩১:৫০

৫ মিনিটের অপারেশনে ৬০ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট

৫ মিনিটের অপারেশনে ৬০ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট

ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে একটি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। মাত্র ৫ মিনিটের অপারেশনে ডাকাতরা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতির সময় ২৫/৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান সড়ক সংলগ্ন বহুতল শপিং মল কালা চান প্লাজার নিচতলায় অবস্থিত গোবিন্দ জুয়েলার্সে রাত সাড়ে ৮টার দিকে ৭/৮ জন ডাকাত হামলা চালায়। জুয়েলার্সে ঢোকার সময় এবং বের হওয়ার সময় ডাকাতরা ২৫ থেকে ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
 
এ সময় দোকানের কর্মচারি নারায়নকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করে। অন্য কর্মচারি সুমনের দিকে অস্ত্র তাক রাখে একজন। বাকিরা কাচের গ্লাস ভেঙ্গে শেলফে রাখা সব স্বর্ণালংকার ও ক্যাশ থেকে নগদ ৩ লাখ টাকা লুট করে ককটেল ফাটিয়ে  পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে আসে।
 
গোবিন্দ জুয়েলার্সের মালিক গোবিন্দ চন্দ্র বর্মন জানান, ৭/৮ জন অপরিচিত লোক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে তিনি ছাড়াও শ্যালক তপন বর্মন, দুই কর্মচারি নারায়ণ ও সুমন উপস্থিত ছিল। দোকান থেকে অস্ত্রের মুখে তাকে ও তপনকে বের করে দেয়। তারা প্রাণ ভয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। জুয়েলার্সের মালিক দাবি করেন, দোকান থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট হয়েছে।
 
দোকানের কর্মচারি নারায়ণ বলেন, দোকানে মালিকসহ আমরা ৪ জন ছিলাম। ওরা ভেতরে ঢুকেই মালিক ও ম্যানেজারকে বের করে দেয়। একজন আমার মাথায় পিস্তল দিয়ে আঘাত করে চুপ থাকতে বলে। আমরা ভয়ে মাথা নিচু করে রাখি। এরই মধ্যে বাকিরা শেলফ থেকে স্বর্ণালংকার একটি ব্যাগে ভরে ফেলে। দ্রুত তারা ককটেল ফাটাতে ফাটাতে পালিয়ে যায়। এই ঘটনা মাত্র ৫ মিনিটের মধ্যে ঘটে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, হঠাৎ বোমা বিস্ফোরণের আওয়াজ পেয়ে যাত্রী, পথচারীদের মধ্যে আতংকে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণভয়ে লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। আশপাশের দোকানরা দোকানের সাটার নামিয়ে ফেলে। স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর আগে গোবিন্দ জুয়েলার্সের পাশের দোকান তানজিম জুয়েলার্সে একই ষ্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছিল।
 
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিন্নাত আনসারী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুনেছি বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কী পরিমান স্বর্নাংকার লুট হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। যুগান্তর
২৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে