বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৫৪:০১

বাসের যাত্রীদের হাত-পা বেঁধে ডাকাতি

বাসের যাত্রীদের হাত-পা বেঁধে ডাকাতি

ঢাকা : সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ডাকাতরা ওই বাসের সব যাত্রীর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও সহকারী আহত হয়েছেন।

বাস যাত্রীরা জানান, রাতে বেনাপোল থেকে ঢাকার মতিঝিলে আসার জন্য ঈগল পরিবহন নামের (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৮১) বাসে ওঠেন তারা। পরে বাসটি যশোর পৌঁছালে ঈগল কাউন্টার থেকে সাতজন যাত্রীবেশী ডাকাত ওঠেন। তারা সারারাত বাসের সব যাত্রীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে ঢাকা-আরিচা মহাসড়কে বাস থামিয়ে নেমে যায়।

এসময় বাধা দেয়ায় ডাকাতরা বাসের সুপারভাইজারকে ছুরিকাঘাত করে ড্রাইভার ও হেলপারকে পিটিয়ে আহত করে। পরে যাত্রীরা বিষয়টি জানালে হাইওয়ে থানার সামনে বাসটি আটক করে পুলিশ।

বাস যাত্রীরা আরো অভিযোগ করে বলেন, যাত্রীবাহী বাসে ডাকাতি হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই এত ঘন ঘন ডাকাতি হচ্ছে।

সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। তবে ডাকাতির ঘটনার কোনো কথা বলতে তিনি রাজি হননি।
২৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে