নিউজ ডেস্ক : ইডেন কলেজের সাবেক শিক্ষক প্রফেসর আলী হোসেন মালিক (৬৭) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে রাজধানী বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই তিনজনের কাছ থেকে অফিসে থেকে লুট করা টাকা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির জানান, টাকার জন্য অফিস সহকারীর সহযোগিতা নিয়ে ওই তিনজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল। হত্যার পর তারা টাকা নিয়ে পালিয়ে যায়।
১১ অক্টোবর রাজধানীর ভাষানটেক থানার বনানী ডিওএইচএসের একটি নির্মাণাধীন ভবনের অফিস কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অফিসের দুই কর্মচারী পলাতক ছিল।
ওই সময় নিহতের ভায়েরা রতন হোসেন জানিয়েছিলেন, ‘আলী হোসেন জীব বিজ্ঞানের শিক্ষক ছিলেন। সর্বশেষ ইডেন কলেজ থেকে তিনি অবসরে যান। এরপর একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি নেন তিনি। বনানীতে তাদের একটি অফিস রয়েছে। ওই ভবনের কাজ চলছিল। ভবনের তৃতীয় তলায় তাদের অফিস।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম