ঢাকা: গান গেয়ে মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে ৩ দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ মঞ্চে ওঠেন। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য শেষে মাইক্রোফোন দিয়ে নেমে যেতে চাইলে গানবাংলা টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস প্রতিমন্ত্রী পলককে গান গাওয়ার অনুরোধ করেন। এ সময় দর্শকদের পক্ষ থেকেও অনুরোধ আসে। পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মাইক্রোফোন হাতে নিয়ে সঙ্গীতশিল্পী বালামের দলের সাথে গান গাইতে শুরু করেন। ডিফারেন্ট টাচ ব্যান্ডের জনপ্রিয় গান 'শ্রাবণের মেঘ গুলো জড়ো হলো আকাশে...' ও আজম খানের বাংলাদেশ গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। এ সময় তুমুল করতালি দিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অভিনন্দন জানান।
বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’উদ্বোধন করা হয়। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে।-কালের কণ্ঠ
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস