বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ১০:২০:৩৯

আত্মহত্যার আগে চিরকুটে যা লিখে গেলেন নারী পুলিশ সদস্য

আত্মহত্যার আগে চিরকুটে যা লিখে গেলেন নারী পুলিশ সদস্য

নিউজ ডেস্ক : আশুলিয়া থানার এক নারী পুলিশ সদস্যের মৃত্যুর হয়েছে। এই ঘটনায় একই থানায় কর্মরত জাকির হোসেন নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর ওই কনস্টেবল থানা থেকে পালিয়ে গেলে বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘পুলিশ সদস্য সাবিনা ইয়াসমিন আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। এতে কনস্টেবল জাকির হোসেনকে তিনি দায়ী করেছেন। আশুলিয়া থানায় যোগদানের পর জাকির হোসেনের সঙ্গে সাবিনা ইয়াসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু জাকির হোসেন বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি সাবিনার কাছে গোপন করেন। কিছুদিন আগে বিষয়টি জানতে পারেন সাবিনা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।’

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় জাকিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে আশুলিয়া থানা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে নারী কনস্টেবল সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
১০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে