সাভার : সাভারের ধামরাই থানার পাশে বাজার এলাকায় প্রকাশ্যে এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় দোকানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল লুটে নেয়। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার ধামরাই বাজার এলাকার রাজমনি জুয়েলার্স নামের দোকানে এ ডাকাতির ঘটন ঘটে।
ডাকাতি শেষে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকতদলের সদস্যরা পালিয়ে যায়। এসময় পথচারীসহ ১৫জন আহত হয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামরাই থানার পাশে বাজার এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মাইক্রোবাসে ১০-১২ জনের একদল ডাকাত হঠাৎ করেই বাজারের ভেতর রাজমনী জুয়েলার্সে প্রবেশ করে। এসময় তারা ভেতরে থাকা দোকানের মালিক রিপন ও কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে ডাকাতদলের কয়েকজন সদস্য জুয়েলার্সের দোকানের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় তারা সন্দেহজনক হিসেবে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ডাকাতির খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তবে লুন্ঠিত মালামাল উদ্ধার করা সম্বভ হয়নি। -বাংলা ট্রিবিউন
১৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম