আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ¯œাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ৭ জনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সমাজ বিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিট ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভূক্ত এইচ ইউনিটের পরীক্ষা চলাকালীন জালিয়াতি করার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদেরকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জালিয়াতির কথা স্বীকার করেন।
আটককৃতরা হলেন দিপ্ত শিকদার (নড়াইল), মেহেদী হাসান (কুমিল্লা), আতিকুল ইসলাম (ফরিদপুর) ,আরিফুল ইসলাম (টাঙ্গাইল),আসাদুজ্জামান আবীর (রংপুর) , আশরাফুল আলম (ময়মনসিংহ) এবং ইমাদ হোসেন (মুন্সিগঞ্জ)। আটককৃত ৭ জনই ভর্তি পরীক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করেছেন। পরে আমরা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছি’।
এদিকে গতকাল রবিবার জীব বিজ্ঞান অনুষদভিত্তিক ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে জালিয়াতির অভিযোগে ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার প্রথম দিনে সুষ্ঠভাবে পরিক্ষা অনুষ্ঠিত হলেও পরের দুদিন জালিয়াতির অভিযোগে এখন পর্যন্ত সর্বমোট ১২ জনকে আটক করা হলো।
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস