মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ০৬:২৭:২৬

সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড : দগ্ধ ২০

সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড : দগ্ধ ২০

ঢাকা : সাভারের আশুলিয়ায় এক দিয়াশলাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কারখানা থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে ওই কারখানার ২০ শ্রমিক দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ (মঙ্গলবার) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার কালার ম্যাচ বিডি লিমিটেড নামক দিয়াশলাই কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানাটির শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেল চারটার দিকে হঠাৎ করে ওই কারখানার ভেতরে ধোয়া দেখতে পায় তারা। এসময় অগ্নিকাণ্ডের খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে কারখানা থেকে দ্রুত বের হতে গিয়ে আগুনে দগ্ধ হয় কারখানার প্রায় ২০ শ্রমিক। তাদেরকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালসহ আশপাশেরর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদদ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশী হওয়ায়, সাভার, উত্তরাসহ ফায়ার সার্ভিসের আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে তাদের সাথে যোগ দেয়। তবে কারখানাটিতে দিয়াশলাই তৈরির একাধিক ক্যামিকেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।

উত্তরা ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামারাই, সাভার, উত্তরা, মিরপুর হেড অফিস থেকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারখানাটির ভেতরে দিয়াশলাই তৈরির ক্যামিকেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এছাড়াও কারখানাটির ভেতরে প্রবেশের পথ সরু হওয়ায় তাদের আগুন নেভানোর কাজ শুরু করতে বিলম্ব হয়।

২২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে