আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আরমান হোসেন (৪৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীসহ গুরতর আহত হয়েছেন ৩ জন।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন কুষ্টিয়া জেলার সদর উপজেলার মৃত ফরহাদ শেখের ছেলে। আহতরা হলেন, পিএসসি পরীক্ষার্থী মমিনুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা মো. রিপন ও তার সাথে থাকা অভিভাবক সালমান হোসেন।
আহতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শামীন ইয়াসির শাফিন জানান, দুপুর দেড়টার দিকে গুলিস্তান থেকে ধামরাইগামী ‘ডি লিংক’ পরিবহনের একটি বাস (ঢাকা-জ ১৪০১৫২) প্রান্তিক গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের স্পীড ব্রেকার বেপরোয়াভাবে দ্রুত গতিতে অতিক্রম করার সময় একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু ঘটে। এসময় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা ৩ জন গুরতর আহত হন। এরপর ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজন তাদেরকে জাবি মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস প্রাথমিকভাবে ভ্যানচালক আরমান হোসেনের মৃত্যু নিশ্চিত করেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে গুরতর অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জানান, “দুপুর দেড়টার দিক দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ডি লিংকের একটি গাড়ি ভ্যান চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা গাড়ি উদ্ধার কওে সাভার হাইওয়ে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুস্তি চলছে।”
২৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস