বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ০২:০৫:০৫

স্ত্রীর পরকীয়ায় প্রবাসী স্বামী খুন

স্ত্রীর পরকীয়ায় প্রবাসী স্বামী খুন

ঢাকা : স্ত্রীর পরকীয়া পুরুষের হাতে মো. জুয়েল রানা নামে এক কুয়েত প্রবাসী খুন হয়েছেন। গতকাল সকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বলসুতা ঘাসক্ষেত থেকে জুয়েল রানার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক শাহীন আহমেদ পলাতক রয়েছে।

নিহতের চাচা মো. হান্নান মিয়া বলেন, তার ভাতিজা জুয়েল রানা ৩ বছর কুয়েতে ছিল। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বোয়াইল এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী শাহীন আহমেদের সঙ্গে রুমার পরকীয়া সম্পর্ক তৈরি হয়। মাঝে মধ্যে শাহীন আহমেদ বাংলাদেশে আসতো। এ সুবাদে শাহীনের কাছে জুয়েল রানা তার স্ত্রীর জন্য টাকা ও বিভিন্ন জিনিসপত্র পাঠাতো। এই সূত্র ধরে জুয়েল রানার স্ত্রী রুমা আক্তারের সঙ্গে শাহীনের গভীর সম্পর্ক গড়ে ওঠে।

এরপর রুমা স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে গিয়ে ২ বছর ধরে অবস্থান করছিল। গত ১৬ই নভেম্বর জুয়েল রানা দেশে আসে। এরপর রুমা আক্তার তার স্বামীর বাড়িতে আসে। প্রেমিক শাহীন আহমেদও মাঝে মধ্যে জুয়েল রানার বাড়িতে আসে। তার ঘন ঘন আসা নিয়ে জুয়েল রানার সন্দেহে হয়। শাহীন আহমেদ বিষয়টি জানতে পেয়ে জুয়েল রানাকে হত্যার পরিকল্পনা করে। সোমবার রাত সাড়ে ৮টায় শাহীন আহমেদ তার বন্ধু জুয়েল রানাকে বাসা থেকে কৌশলে ডেকে নেন। পরে জুয়েল রানা বাসায় না ফিরলে তাকে বিভিন্ন জায়গা ও আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করা হয়।  

নিহতের ছোট দুই ভাই জসিম ও সোহেল বলেন, তার ভাই জুয়েল রানা ও বন্ধু শাহীন আহমেদ বলসুতা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। এরপর আমার ভাই আর বাসায় ফিরেনি। গতকাল মঙ্গলবার সকালে আমাদের বাড়ির পাশে একটি ক্ষেতে আমীর নামে নামে এক কৃষক ভাইয়ের লাশ দেখতে পায়। লাশ দেখে কৃষক আমীর আমাদের বাড়িতে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে আমরা ভাইয়ের লাশ শনাক্ত করি। লাশের গলা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জুয়েল রানার মেহেদী হাসান ও মুক্তা নামে দুই সন্তান রয়েছে।

ঘটনার পর থেকে ঘাতক শাহীন পলাতক রয়েছে। খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা সার্কেল এএসপি মাহবুবুর রহমান ও মডেল থানা ওসি ফেরদাউস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারানগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাদশা আলম বলেন, পরকীয়ার জের ধরে কুয়েত প্রবাসী জুয়েল রানা খুন হয়েছে। এ ঘটনায় তার চাচা মো. হান্নান মিয়া বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে শাহীন আহমেদ পলাতক। এমজমিন

৩০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে