রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৭:২০:৩৩

জাবিতে ১ম বর্ষে ভর্তির সাক্ষাৎকার শুরু আজ

জাবিতে ১ম বর্ষে ভর্তির সাক্ষাৎকার শুরু আজ

আরিফুল ইসলাম আরিফ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ ৪ ডিসেম্বর থেকে শুরু হবে। সাক্ষাৎকার চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট ইউনিট ও ইনস্টিটিউট অফিসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষা ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় কোটা, খেলোয়ার কোটা (শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ), প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য ৪ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করা হবে।
এছাড়া আগামী ১৯ ডিসেম্বর অপেক্ষমাণ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ২৭ ডিসেম্বর তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম দফায় আসন সংখ্যার তিনগুণ প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হবে।
তিনি আরও জানান ,সাক্ষৎকারে আসার সময় ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রসহ এসএসসি ও এইচএসসি/ সমমানের পরীক্ষার মূল মার্কশিট/গ্রেডশিট এবং প্রার্থী অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রমাণপত্র সাথে আনতে হবে। সাক্ষাৎকারের বিস্তারিত কর্মসূচি সহ ভর্তিসংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission অথবা www.ju-admission.org থেকে জানা যাবে।
৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে