বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩০:৫১

আগুনে পোড়া সেই লাইটার কারখানার মালিকের মৃত্যু হল যেভাবে

আগুনে পোড়া সেই লাইটার কারখানার মালিকের মৃত্যু হল যেভাবে

নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া কালার ম্যাক্স বিডি লিমিটেডের চেয়ারম্যান মাহামুদ আলম মারা গেছেন। এই ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের দায়েরকৃত মামলার প্রধান আসামি ছিলেন তিনি।

বুধবার মামলা সম্পর্ক্যে তথ্য সংগ্রহ করতে গিয়ে মৃত্যুর বিষয় জানতে পেরেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আশুলিয়া কার্যালয়ের পরিদর্শক আনিস ফেরদৌস জানান, কারখানাটি আগুনে পুড়ে যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন কারখানার চেয়ারম্যান। এমন অবস্থায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি রাজধানীর কাঁটাবনে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের এই কর্মকর্তা আরও জানান, মাহামুদ আলম তার স্ত্রী নিয়ে রাজধানীর কাঁটাবনে ওই বাসায় বসবাস করতেন। তার সন্তানরা যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স বিডি লিমিটেড নামের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচ জন। এছাড়া অন্তত ২৬ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন।

ঘটনার এক সপ্তাহ পর অগ্নিকাণ্ডের জন্য মালিকের গাফিলতিকে দায়ী করে শ্রম আদালতে দুটি মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। এই মামলায় মৃত মাহামুদ আলম ছাড়াও কারখানাটির আরো দুই অংশীদারকে আসামি করা হয়েছে।
০৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে