বুধবার, ০১ মার্চ, ২০১৭, ১০:১০:৫৫

ধর্মঘটে বাস শূন্য রাজধানী, বিপাকে সাধারণ মানুষসহ এসএসসি পরীক্ষার্থীরা

ধর্মঘটে বাস শূন্য রাজধানী, বিপাকে সাধারণ মানুষসহ এসএসসি পরীক্ষার্থীরা

নিউজ ডেস্ক: বাস শূন্য হয়ে পড়েছে রাজধানী। বুধবার (০১ মার্চ) সকাল থেকে নগরীর কোনো রাস্তায় পাবলিক পরিবহন দেখা মিলছে না। এতে দুর্ভোগে পড়েছেন অফিসাগামী সাধারণ মানুষসহ এসএসসি পরীক্ষার্থীরা।

রাজধানীর নতুন বাজার এলাকায় সাইফুল নামে এক পরীক্ষার্থী বলেন, আমার পরীক্ষা সেন্টার খিলগাঁও। আমি সকালে বাসা থেকে বের হয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস পাচ্ছি না। আবার দূরের রাস্তা হওয়ায় রিকশাও যেতে চাচ্ছে না।
একই রকম দুর্ভোগের কথা জানাচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা।

বাসচালক জামির হোসেন ও এবং সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
০১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে