বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ১১:২৯:৪৭

'আজকের স্বাধীনতা দীর্ঘ ২৩ বছরের আন্দোলনের ফসল'

'আজকের স্বাধীনতা দীর্ঘ ২৩ বছরের আন্দোলনের ফসল'

আরিফুল ইসলাম আরিফ, জাবি প্রতিনিধি: ‘কলমে লিখে চলি সত্যের গান’ এই স্লোগানকে ধারণ করে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসে নাই। দীর্ঘ ২৩ বছরের আন্দোলনের ফসল হলো আমাদের আজকের স্বাধীনতা। তৎকালীন সময়ে আমাদের কথা বলেবে এমন সংবাদপত্র কম ছিল। আর যেসব পত্রিকা ছিল তাদের সবাইকে অনেক জুলুম- নির্যাতন সহ্য করে কাজ করতে হয়েছে। যা বঙ্গবন্ধুর নেতৃত্বে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমি আশা করব বর্তমানে যেসব সংবাদপত্র আছে তারাও মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এম এ মালেক বলেন, ‘স্বাধীনতাকে অর্থবহ করতে হলে রাজাকার- আলবদরদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে। এজন্য তাদের পরিচয় তুলে ধরার জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে।’

জাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়া ও কোষাধ্যক্ষ প্রত্যাশা প্রমিতি সিদ্দিকের সঞ্চালনায় সভাপতি রিজু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের, কথা সাহিত্যিক আখতার হোসেন, অধ্যাপক ড. এস এম বাদিয়ার রহমান, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক সহযোগী অধ্যাপক বশির আহমেদ, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও জাবি প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আদনান ফাহাদ।
 
জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল প্রমুখ বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তারা হলেন, আ ক ম মোজাম্মেল হক, আলহাজ¦ এম এ মালেক, এ্যাডভোকেট মোহাম্মদ হায়দার আলী মিয়া, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, শেখ আদনান ফাহাদ, রিজু মোল্লা, তানজিদ বসুনিয়া, ইমন রহমান, গোলাম মুজতবা ধ্রুব। ক্যাম্পাস সাংবাদিকতায় গৌরবময় অবদান রাখার জন্য জাবি প্রেস ক্লাবকে সম্মননা স্মারক প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী বুধবার সকাল ৯ টায় শুরু হয়ে রাত আট টায় শেষ হবে।
২৯ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে