ঢাকা : বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মাদ শফিউল হকের আমন্ত্রণে সস্ত্রীক ঢাকায় আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। একাত্তরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জেনারেল রাওয়াত তিন দিনের সফরে আগামী শুক্রবার ঢাকায় আসবেন।
ভারতীয় সেনাবাহিনী প্রধান তিন দিনের সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সেনাবাহিনীর প্রধান হওয়ার পর বিপিন রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর । তার এ সফর দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের একটি অংশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশের সেনাপ্রধান বেলাল মোহাম্মাদ শফিউল হক ভারত সফর করেন। বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ওই বছরেই ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরা বাংলাদেশ সফর করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ জানুয়ারি ভারতের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত। ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীতে বিপিন রাওয়াতের ব্যাটালিয়ান ৫/১১ জিআর উত্তরবঙ্গের পীরগঞ্জ, গোরাঘাট, গোবিন্দগঞ্জ, শেওলাকান্দী, মহাস্থান ব্রিজ ও বগুড়ায় মুক্তিযুদ্ধে করেছেন।
২৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস