দেশে কোন মানুষই আজ নিরাপদ নয়: জাহিদ ইকবাল
ঢাকা- বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির (বিএনজিপি) সভাপতি জাহিদ ইকবাল বলেছেন, প্রকাশ্যে বিদেশী ও ব্লগার হত্যার রাজনীতি বাংলাদেশের মানুষ এর আগে কখনোই দেখেনি। দেশে আজ দেশি-বিদেশি কেউই নিরাপদ নয়। রবিবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে রাজধানীর নিকুঞ্জে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির(বিএনজিপি) চর্তুথ বছর পর্দাপণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ ইকবাল তার বক্তব্যে বলেন, শুধু মানুষই নয়, বরং মানুষের সঙ্গে সংখ্যালঘুরা,গণমাধ্যমের স্বাধীনতা, অপ্রাপ্ত বয়স্ক শিশু এমনকি মায়ের গর্ভের শিশুরা পর্যন্ত হামলার শিকার হচ্ছে। বর্তমান রাজনীতি আমাদের জাতীয় জীবনকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, এ থেকে পরিত্রানের জন্য নতুন প্রজন্মকে রাজনীতির দিকে এগিয়ে আসতে হবে।
ক্ষমতাসীনদের প্রতি অভিযোগ করে তিনি বলেন, দেশজুড়ে দখলদারিত্বের সকল সীমা অতিক্রম করেছে ক্ষমতাসীনরা। আর এমন অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে গতানুগতিক রাজীতির বাইরে নতুন শক্তির উন্মেষ ঘটাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, হানাহানি, টেন্ডারবাজি, জুলুমবাজি,চাঁদা আর দলবাজি সে সাথে সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ।
উক্ত অনুষ্ঠানে পার্টির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আরাফাত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নূর আলম সিদ্দিকী মানু, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কিরন আহমেদ, জয়নাল আবেদীন, মেহেদী হাসান, জাহিদ ফয়সাল, জাকিরুল ইসলাম, রাজু মিয়া, নাইম হাসান চৌধুরী, রনি ইমরান প্রমুখ।
বিএনজিপির চর্তুথ বছর পর্দাপণ অনুষ্ঠানে কেককাটা ছাড়াও পার্টির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়
উল্লেখ্য, বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি( বিএনজিপি) “পরিবর্তনের জন্য তারুণ্য” শ্লোগানের মাধ্যমে ২০১২ সালের নভেম্বরের ২ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করে।
২রা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�