বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ০৯:০৫:৪৪

দুই মাস চেষ্টার পর মেয়র আনিসুল হকের বিষয়ে ‘সুখবর’

দুই মাস চেষ্টার পর মেয়র আনিসুল হকের বিষয়ে ‘সুখবর’

ঢাকা : ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের শারিরীক অবস্থা এখন নিয়ন্ত্রণে। প্রায় দু’মাসের চেষ্টায় রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ধীরে ধীরে মেয়রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে লন্ডন থেকে জানিয়েছেন তার পুত্র নাবিদ হক।

নাবিদ হক বলেন, ‘বাবা এখনও হাসপাতালে আছেন। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তার চিকিৎসার প্রতিক্রিয়া মস্তিষ্কে দেখা গেছে এবং ভাসকুলাইটিস রোগটা এখন নিয়ন্ত্রণে এসেছে।’

পরিবারের এই দুঃসময়ে সবার কাছে দোয়া চেয়ে নাবিদ হক বলেন, ‘আমরা নিজেদের আবেগ সামলানোর চেষ্টা করছি। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন।’

এদিকে, মেয়রের পিএস মিজানুর রহমান জানান, লন্ডনে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আনিসুল হকের পরিবারের সদস্যরা। এ সময় তিনি তাদের সমবেদনা জানান।

একই সময় প্রধানমন্ত্রী লন্ডনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের আনিসুল হকের চিকিৎসার যাবতীয় খোঁজ রাখার নির্দেশ দেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে