মো. জাহিদুজ্জামান : হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেয়া এবং বৃষ্টির পানির কারণে বুড়িগঙ্গায় দূষণ অনেকটা কমে এসেছে। পানির রঙ এখন আর কালচে নয়, বরং অনেকটা স্বাভাবিক। আর কটু গন্ধের তীব্রতাও কম।
তবে দূষণ ও দখলমুক্ত করা না গেলে শীতকালেই বুড়িগঙ্গা আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে করছেন পরিবেশবাদীরা।
ঢাকার প্রাণ বুড়িগঙ্গার সদরঘাট এলাকায় কালচে রঙের পানি এখন প্রায় নেই, অনেকটা স্বাভাবিক। বিষাক্ত কটু গন্ধও প্রায় দূর হয়ে গেছে। নদীর ওপর উড়ছে মাছ ধরা পাখি।
এ বিষয়ে পরিবেশবাদীরা বলছেন, এ অবস্থা সাময়িক। বৃষ্টির মৌসুম শেষে বুড়িগঙ্গার এ রূপ দেখা যায়। হাজারীবাগ থেকে বেশ কিছু ট্যানারি সরিয়ে নেয়ায় পানি এবার আরও ভাল দেখাচ্ছে।
নদীর রক্ষার দাবিতে সদরঘাটে তিন দিনের অবস্থান ও নাগরিক সমাবেশ কর্মসূচি করছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদত বলেন, দূষণ আর দখলমুক্ত করা না গেলে শীত মৌসুমে আগের রূপে ফিরে যাবে বুড়িগঙ্গা।
নদী রক্ষায় সরকারি উদ্যোগের সঙ্গে সকলের সহযোগিতা কামনা করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।-চ্যানেল আই
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস